আন্তর্জাতিক বাংলা সাহিত্য পত্রিকা - সংস্করণ (1.0.32)

গুজবের বিরুদ্ধে

তন্ময় ভট্টাচার্য

প্রকাশিত: May 31, 2025
পাঠ করেছেন: ব্রততী দাস

(ক্লিক/স্পর্শ করে কপি করুন)
(ক্লিক/স্পর্শ করে কপি করুন)



শরীরে যত-না কাদা, তার চেয়ে বৃষ্টিধোয়া জল

তোমার মারণভঙ্গি কোনওদিন সাফল্য পাবে না

যত-না বৃষ্টিধোয়া, তারও চেয়ে আত্ম— অবিকল
স্নান, আহা স্নান

আমার সমস্ত শান্তি সে-জলে গোড়ালিডোবা পথ





নেমে-যাওয়া জল। কাদা তারই কোনও দুরূহ ইঙ্গিত

প্রস্তাবে রাজি না-হওয়া আমাকে লায়েক করে দেয়

তোমার পিছলবৃত্তি মনে পড়ে। শীত, আরও শীত
ঘিরে ধরছে মন

জলের কাঁটা-জাগানো ঠেলা মেরে যে-আমি বরফ





কাদা কি চন্দন, এত ছিটে হয়ে এসেছে আদল

আমার সত্যতা আমি হাজির করিনি কোনওদিন

যে দূর, গরলভাষ্য, জলের ওপরে মাপা জল
কিংবা গুজবই জীবন

প্রতিটা চন্দনচিহ্নে আমি তার সলজ্জ অতীত
অলঙ্করণ: সুদীপ নাথ
এই লেখাটি শেয়ার করুন

নতুন লেখার নোটিফিকেশনের জন্য উদ্ভাসের ফেসবুক পেজ লাইক করুন

উদ্ভাসে দান করে এগিয়ে যেতে সাহায্য করুন

'পাঠ-প্রতিযোগিতা

উদ্ভাস রিভিউ: যুগ্মবিজয়ী - তাপস দাস, আমানুর রহমান
ভালোলাগা:
মন্তব্য:
;
©Copyright: Udbhabon